হঠাৎ বেড়ে-গেল ইলিশের দাম

0

প্রেসনিউজ২৪ডটকমঃ টানা কয়েক দিন দাম কম থাকার পর আজ হঠাৎ বেড়েছে ইলিশের দাম। ১ কেজির ইলিশ দাম হাকছে ৮০০ টাকা। গত তিনদিনের তুলনা গড় প্রতি বেড়েছে ২ থেকে ৩ শত টাকা। ইলিশের ভরা মৌসুম চলছে। গত কয়েক দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে।

দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে মাছ বিক্রেতারা বলেন, জেলেদের জালে মাছ কম ধরা পড়েছে। মাছ চাহিদার তুলনায় কম বিধায় দাম একটু বাড়তি। তবে ক্রেতা সাধারণ বলছেন ভিন্ন কথা। তাদের দাবি শুক্রবার হওয়ায় ক্রেতা বেশি তাই দামও বেশি। বন্ধের দিন অনেকেই বাজার করে। আবার বাড়িতে থেকে ভালো-মন্দ রান্না করে। কেউ কেউ বেশি করে ইলিশ কিনে রাখে সাপ্তাহজু্ড়ে খায়। শুক্রবার ছুটির দিনের সুযোগ টাই কাজে লাগাচ্ছে মাছ বিক্রেতারা।

এ বিষয়ে যাত্রাবাড়ী আড়তের মাছ বিক্রেতা লালমিয়া বলেন, ইলিশ মাছের চাহিদা সব সময়ই থাকে। গত কয়েকদিন মাছ অনেক বেশি এসেছে। তাই দামও একটু কম ছিলো।  আজ মাছ কম এসেছে তাই দাম বেশি।  চাহিদা বেশি মাছ কম। তবে দাম যতসামান্যই বেড়েছে বলে দাবি করেন তিনি।

আরেক মাছ বিক্রেতা রহিম জানান, গত কয়েকদিন মাছের দাম একটু কম ছিলো। আজকে হঠাৎই দাম বেড়েছে। শুধু যাত্রাবাড়ী বাজারে নয়, সব বাজারেই একই অবস্থা। দাম বেশি হলেও চাহিদা রয়েছে ইলিশে। কিছুক্ষণ পরে দেখবেন কোনো মাছই থাকবে না। সব বিক্রি হয়ে গেছে।

তবে বাজার ঘুরে দেখা গেছে ইলিশের উপস্থিত। কোথাও ইলিশ মাছের সংকট দেখা যায়নি। নদীর ইলিশের পাশাপাশি সামুদ্রিক ইলিশও দেখা গেছে বাজারজুড়ে।  দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে নানান উদ্যোগ নেয়া হয়েছে। ইলিশের জন্য নতুন নতুন অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন বন্ধেও  নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here