৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে করোনা ভাইরাসের মধ্যেই ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে একথা জানা গেছে।

আদেশে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা জেলা প্রশাসক হিসেবে। আর টাঙ্গাইলে দায়িত্ব দেয়া হয়েছে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে মেহেরপুরের।

মৌলভীবাজারে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে, যশোরে দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে।

এছাড়া নোয়াখালীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায় এবং মাদারীপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here