কাতার এয়ারওয়েজের ঢাকা অফিস বন্ধ ঘোষণা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ যাত্রীদের অনলাইনে ও ইমেইলে টিকেট বুকিং দেয়ার জন্য অনুরোধ জানিয়ে কাতার এয়ারওয়েজ তাদের ঢাকা অফিস সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে। বুধবার (১৭ মে) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন মাসে যাত্রীদের বিপুল সংখ্যক বুকিং দেয়া ছিল। তাই অনেকেই টিকিটের জন্য অফিসে ভিড় করছেন। এতে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িক সময়ের জন্য অফিস বন্ধ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় গত ১৬ জুন থেকে ঢাকা থেকে দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান সংস্থাটি। তবে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে থাকায় শুধু কাতারে প্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা। তবে দোহা বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশি যাত্রীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here