‘করোনা দুর্বল হওয়ার কোনও তথ্য নেই’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

0
‘করোনা দুর্বল হওয়ার কোনও তথ্য নেই’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রেসনিউজ২৪ডটকমঃ ‘ক্রমশই দুর্বল হচ্ছে করোনা’। সম্প্রতি এমন সুখবর দিয়েছিলেন ইতালির এক চিকিৎসক। এর স্বপক্ষে তিনি কিছু যুক্তিও দেখিয়েছিলেন। এতে করে কিছুটা হলেও স্বস্তির নি:শ্বাস ফেলতে শুরু করেছিলো বিশ্বের মানুষ। কিন্তু তার এই যুক্তি খণ্ডণ করে আবারও ভয়বহতার বার্তাই দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও’র মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ৩১ মে আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির ওই চিকিৎসক যে বক্তব্য দিয়েছেন, তার কোনও বিজ্ঞানভিত্তিক জোরালো প্রমাণ নেই। ৩৫ হাজারেরও বেশি  সময়ের বিভিন্ন ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনা ভাইরাস দুর্বল হয়ে পড়ার কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।
এর আগে, ৩১ মে আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির ওই প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।
মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এ চিকিৎসক বলেছিলেন, এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এ ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এ ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here