একুশে পদকের জন্য মনোনীত মতলব উত্তরের ডঃ শামসুল আলম

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন চাঁদপুর: অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের একুশে পদকের জন্য মনােনীত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. সামছুল আলম মোহন।
তিনি মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামের কৃতি সন্তান ।বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগ সদস্য (সিনিয়র সচিব)।

ড. সামছুল আলম মোহন এর বাবা মৃত গোলাম মহিউদ্দিন (আলফু মিয়া)। তাঁরা ৬ ভাই ৫ বোন। ভাই ড. শামসুদ্দিন জাহাঙ্গীর সাইন্স ল্যাবরোটরির ডিরেক্টর ছিলেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাে. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানাে হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়ােজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে এ সম্মাননা তুলে দেবেন।

ড. সামছুল আলম মোহনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর (২০২০) একুশে পদক পাচ্ছেন ২০ বিশিষ্টব্যক্তি। সে সঙ্গে মৎস্য গবেষণা ইন্সটিটিউটও পাচ্ছে একুশে পদক। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here