দেশের উত্তরাঞ্চলে বুধবার থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশে পৌষের শুরু থেকেই জেঁকে বসেছে প্রচণ্ড শীত। কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহও বয়ে গেছে। পৌষ শেষে এসেছে মাঘ। এর মধ্যে চলতি সপ্তাহেই আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আফতাব জানান আগামী বুধবার (২২ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যা ক্রমান্বয়ে পুরো দেশে শুরু হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ চলাকালীন দিনের শুরুতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। এছাড়া দিনেও তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগীয় অঞ্চলে হালকা বৃষ্টির মধ্য দিয়ে তাপমাত্রা কমতে পারে। এছাড়াও, দেশের বাকি অঞ্চলগুলো শুষ্কই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here