মতলব উত্তরে শ্রেনী কক্ষের বাইরে প্রাইভেট পড়ানো কোচিং বাণিজ্যের অংশ: শিক্ষা মন্ত্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন চাঁদপুর প্রতিনিধি: শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেছেন, শ্রেনী কক্ষের বাইরে প্রাইভেট পড়ানো কোচিং বাণিজ্যের অংশ। সুতরাং কোচিং সেন্টার বাণিজ্য বন্ধ করতে হবে। শিক্ষকরা কোচিং বা প্রাইভেট পড়তে ছাত্র-ছাত্রীদের বাধ্য করতে পারবে না।  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়তে হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৮ ঘন্টা দিন রাত পরিশ্রম করেন।এ বাংলাদেশকে কেউ ধাবায় রাখতে পারবে না। আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।

১৭ জানুয়ারি রাতে (৮.৪৫ মি:) মতলব উত্তরের লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের ৬২ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনঃ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দশ বছর আগের বাংলাদেশ অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে নিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের রোল মডেল।এ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। খাদ্যের অভাব নেই। দারিদ্রতা কমে গেছে। দেশ শেখ হাসিনার হাতে আছে বিধায় নিরাপদ। সরকারের পাশাপাশি সকলের দায়িত্ব দেশটাকে এগিয়ে নেওয়ার।

পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করে সরকার সাহসী কতার পরিচয় দিয়েছে। তিনি অভিভাবকদের জিপিএ-৫ পেছনে না গিয়ে মেধা তৈরি করতে হবে। বাচ্চাদের জিপিএ- ৫ জন্য চাপ দিবেন না।  ২০৪১ সনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন। আমরা ডিগ্রিধারী বেকার চাইনা। কারিগরী শিক্ষার ওপর জোর দিতে হবে। ২০২১ সালের মধ্যে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।একজন মানুষের জীবনে সে যেন কর্ম ক্ষম হয় ।আমরা কারিকুলাম পরিবর্তন করছি। যুগোপযোগী শিক্ষা চালু করা হবে।

মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং ব্যবস্থা চালুর পরিকল্পনা খুব শিগগিরই বাস্তবায়ন হচ্ছে বলে জানান। বছরের প্রথম দিন বই উৎসব পালন করা হয়েছে। ইভটিজিং গুরুতর অপরাধ।এটি চলবে না, চলতে দেওয়া হবে না।এ জন্য সকলের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।কিশোর কিশোরীরা যদি আত্মহত্যা করে সেটা আমাদের সকলের ব্যর্থতা।এ জন্য সকলের সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন পরীক্ষা কেন্দ্র যত বৃদ্ধি পাবে ,তত পুনঃ মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ডঃ দেওয়ান এমদাদুল হক মানিকের সভাপতিত্বে সদস্য সচিব ও ডিএমপির পল্লবী জোন শাহেন শাহ মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ডঃ শামসুল আলম মোহন, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস.এম জাকারিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে. আর.ওয়াদুদ টিপু,মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজগর খান, অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here