রেলকে শুধু ধ্বংস না, বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রেলকে শুধু ধ্বংস না, বন্ধ করে দেয়ার পরিকল্পনা করেছিল বিএনপি। সড়কের পাশাপাশি সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গণভবনে ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের শুভ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন আমি নিজে একসময় কুড়িগ্রামকে ‘কুইরা গ্রাম’ বলতাম। কিন্তু কুড়িগ্রাম এখন আর ‘কুইরা গ্রাম’ নেই। আগামী দিনে কুড়িগ্রাম আরও উন্নত হবে। এসময় শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন উত্তরবঙ্গের বন্ধ সকল রেকপথ চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিগগিরই এইসব বন্ধ রেলপথ আবারও চালু হবে। এসময় বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here