ফারাক্কার ব্রিজের ১০৯টি স্লুইস গেট বাংলাদেশের দিকে খুলে দিয়েছে ভারত।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ফারাক্কার ব্রিজের ১০৯টি স্লুইস গেট বাংলাদেশের দিকে খুলে দিয়েছে ভারত। দেশটির উত্তরপ্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের পানি। ফলে ফারাক্কা বাঁধের সব কয়টি লকগেট এক সঙ্গে খুলে দিয়েছে ভারত। সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যারেজ কর্তৃপক্ষ এই গেল খুলে দিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এখবর দিয়েছে।

ভারতের গঙ্গা ছাড়াও পানি বেড়েছে মালদা জেলার ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীতে। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর নদী। ইতিমধ্যে একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এদিকে বিহার ও উত্তরপ্রদেশে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৩৪ জন মারা গেছে। মধ্যপ্রদেশ ও রাজস্থানেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানা গেছে। গেট খুলে দেয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশংকা করা হচ্ছে। নীচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি না থাকায় বাংলাদেশের পদ্মা নদীতে পানির প্রবাহ বাড়ে না। ফারাক্কার বিরূপ প্রভাবে চার দশকেরও বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের নদ-নদীগুলো। পদ্মার বুকে চরের পর চর পড়ে চলেছে। গত অর্ধশতাব্দীতে বাংলাদেশের অন্তত ৬শ’ নদ-নদী প্রকৃতি থেকে হারিয়ে গেছে বলে জানা গেছে।

ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে শুকনো মৌসুমে উত্তরাঞ্চলের নদীগুলো অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার ভারত বর্ষা মৌসুমে নিজেদের রক্ষা করতে ফারাক্কার সব গেট খুলে দিলে ফুঁসে তোলে বাংলাদেশের নদীগুলো। হঠাৎ করে পানি বেড়ে ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসলসহ সবকিছু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here