খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানা‌তে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

0
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানা‌তে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানা‌তে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ। মঙ্গলবার (৩০ ডি‌সেম্বর) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানা‌তে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আসবেন। আগামীকাল বুধবার খালেদা জিয়ার জানাজার পর দাফন সম্পন্ন হবে। তা‌কে শেষ শ্রদ্ধা জানা‌তে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার ঢাকার আসার কথা।

এ ছাড়া, খালেদা জিয়ার জানাজায় অংশ নি‌তে ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর বি‌শেষ দূত। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here