প্রেসনিউজ২৪ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।
সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ঠিকাদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। এরআগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন।
তিনি বলেন, ‘‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সংকটময় সময় পার করছেন এবং সময়ই বলবে তিনি কি সেই সংকট কাটিয়ে উঠতে পারেন কি না।’তবে সেই সংকট কাটিয়ে উঠতে পারেননি তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে অবশেষে তিনি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান, বেগম জিয়ার ছোট ভাইসহ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন তাকে দেখতে হাসপাতালে যান। ডা. জাহিদের বরাত দিয়ে জানা যায়, তারেক রহমান ও তার পরিবার রাত প্রায় ২টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন।
বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসা চলছিল এবং শেষ পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থায় জীবনের যাত্রা শেষ করেন।





