প্রেসনিউজ২৪ডটকমঃ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে। এর কিছু ঘণ্টা আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে (২০ ডিসেম্বর) এবং শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে (২২ ডিসেম্বর) হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের সহিংসতা কেবল কূটনীতিকদের নিরাপত্তাই হুমকির মুখে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে।





