সারা দেশের ৪৯ টি মণ্ডপে নাশতার চেষ্টায় ১৯ দুষ্কৃতিকারী গ্রেপ্তার: এ কে এম শহিদুর রহমান

0
সারা দেশের ৪৯ টি মণ্ডপে নাশতার চেষ্টায় ১৯ দুষ্কৃতিকারী গ্রেপ্তার: এ কে এম শহিদুর রহমান

প্রেসনিউজ২৪ডটকমঃ সারা দেশের ৩৫ হাজার পূজা মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। ধর্মীয় সংস্কৃতিতে বাঁধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরির্দশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় র্যাব মহাপরিচালক সকল ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোন ধরণের বাঁধা-বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। এর আগে তিনি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এসময় র্যাব ১১’র অধিনায়ক লেঃ কর্নেল এইম এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিস, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহা, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here