তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশের প্রতিনিধির বৈঠক

0
তথ্য উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশের প্রতিনিধির বৈঠক

প্রেসনিউজ২৪ডটকমঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকতা সুরক্ষায় উদ্যোগ সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সাংবাদিকদের অধিকার সুরক্ষায় একটি অধ্যাদেশ প্রণয়নের জন্য কাজ করছে সরকার। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন মাহফুজ আলম।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বরং নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার। আলোচনার অন্যান্য বিষয়,বৈঠকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি, গুজব ও অপপ্রচার প্রতিরোধের কৌশলসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিনও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here