প্রেসনিউজ২৪ডটকমঃ কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তি নিয়ে এলো মধ্যরাতের বৃষ্টি। মধ্যরাতের এই বৃষ্টি যখন ঝরছিল, তখন নগরবাসী গভীর ঘুমে মগ্ন থাকলেও এক অনাবিল সতেজতা যেন চারপাশ আচ্ছন্ন করে রেখেছিল। ঘুম ভাঙতেই তারা অনুভব করলেন এক শীতল পরশ, আর চোখ মেলে দেখলেন ভেজা রাস্তা ও স্নিগ্ধ এক নতুন সকাল।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, যা তীব্র গরম থেকে মানুষকে মুক্তি দিয়েছে। জনজীবনে ফিরে এসেছে এক ধরনের স্বস্তি। গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছিল। দিনের বেলায় সূর্যের প্রখর তাপ এবং রাতেও আর্দ্রতার কারণে অস্বস্তিকর পরিবেশ ছিল। বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং শিশুদের জন্য এই গরম অসহনীয় হয়ে উঠেছিল।
কিছু কিছু জায়গায় বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। বুধবার দিবাগত রাত ১টার পর হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় স্বস্তির বৃষ্টি। প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা চলমান তাপপ্রবাহ কমাতে সহায়ক হবে।





