মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ২০

0
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে ২০

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন। নিহতদের সবার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছেন।

সংস্থাটি জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ০৮,নিহত ০০; বার্ন ইনস্টিটিউটে আহত ৭০,নিহত ০২; ঢাকা মেডিকেল হাসপাতালে নিহত ১, সিএমএইচ-ঢাকা আহত ১৪, নিহত ১২; কুর্মিটোলা জেনারেল হসপিটালে আহত নাই, নিহত ০২; লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরায় আহত ১১, নিহত ০২; উত্তরা আধুনিক হসপিটাল আহত ৬০, নিহত ০১; উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল আহত ০১, নিহত নাই।

এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত ৭০ জন প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় আছে। এছানা, জাতীয় বার্ণ ইউনিটে ৪৮ জন ভর্তি আছে বলে জানা গেছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

জাতীয় বার্ন ইউনিটে ভর্তি ২৮ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) সামিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here