জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত পুলিশ বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রেসনিউজ২৪ডটকমঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

রোববার (১৫ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে।

ভারত থেকে পুশব্যাক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের নাগরিক হলে যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে পাঠাতে হবে। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারকে তাগিদ দেয়া হয়েছে। এ দেশের নাগরিক হলে তাদেরকে গ্রহণ করা হবে।

এ সময় রাজধানীর উত্তরায় র‌্যাবের পোশাক পরে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here