প্রস্তুত সুসজ্জিত স্মৃতিসৌধ নিরাপত্তায় ঢেকে ফেলেছে আইনশৃংখলা বাহিনী

0
প্রস্তুত সুসজ্জিত স্মৃতিসৌধ নিরাপত্তায় ঢেকে ফেলেছে আইনশৃংখলা বাহিনী

প্রেসনিউজ২৪ডটকমঃ ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের পুরো এলাকাকে কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলেছে আইনশৃংখলা বাহিনী, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়া স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মীরা স্মৃতিসৌধকে সাজিয়েছেন নতুন রূপে। নানা রঙের বাহারি ফুলের চাঁদরে ঢেকে ফেলা হয়েছে জাতীয়স্মৃতিসৌধকে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটিকে পালনের জন্য ১০৮ একর জমির উপর নির্মিত জাতীয় স্মৃতিসৌধের ৭টি মিনার, পুষ্পবেদী, গণসমাধী, কৃত্রিম হ্রদসহ নানা অবকাঠামো সেজেছে নতুন করে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতিসৌধ ঘিরে নেয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ এর পর গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে প্রায় সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য।

আমিনবাজার-গণস্বাস্থ্য কেন্দ্র অংশকে ১২ টি সেক্টরে ভাগ করে প্রতি সেক্টরে পৃথক ভাবে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সেক্টর পৃথক করতে ট্রাফিক, রোডলাইন, রুফটপ সহ বিভিন্ন দিক মাথায় রাখা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন কুটনৈতিকবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সমাজের সর্বস্তরের মানুষজন শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন ।

জাতীয় স্মৃতিসৌধের দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও স্মৃতিসৌধের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা  জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মন্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর সৈনিকদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষে আমরা গণপূর্ত অধিদফতর এর পক্ষ থেকে পুরো স্মৃতি সৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো,  রঙ তুলির কাজ,  সিসিটিভি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, আলোকসজ্জা সহ  সকল কার্যক্রম সম্পন্ন করেছি।

সাভার স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্যে পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, ২৬শে মার্চ ভোর ৫টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আমাদের সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। ১২ টা সেক্টরের মধ্যে স্মৃতিসৌধের মূল বেদীতে মূল ডেপ্লয়মেন্ট থাকবে এবং চারপাশেও ডেপ্লয়মেন্ট থাকবে। পরিবহন মালিক দেরকে আমি অনুরোধ জানাবো ভোর ৫ টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে গাড়ি না ছাড়ার জন্য।

এই সময়ে আমরা গাড়ি ডাইভারসন দিব অন্য রোড দিয়ে। কিন্তু এই রোড দিয়ে ওই সময়ে গাড়ি চলাচল কর‍তে নিরুৎসাহিত করবো। স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা ও পরিস্কার পরিচ্ছন্নতা কাজের জন্য গত ১৬ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আগামী ২৬ মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারনের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here