আগামী ২৪ ঘণ্টায় ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা-আবহাওয়া অধিদফতর

0
আগামী ২৪ ঘণ্টায় ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা-আবহাওয়া অধিদফতর

প্রেসনিউজ২৪ডটকমঃ আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ,খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২১ মার্চ) রাতে আবহাওয়া অধিদফতার থেকে প্রকাশিত পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া শনিবার (২২ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং রোববার (২৩ মার্চ) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘন্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে।

যার পরিমাণ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায়। উভয় জায়গায় তাপমাত্রার পরিমাণ ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর এসময়ের মধ্যে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ১০ মিলিমিটার এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, ফেনী ও যশোরে সামান্য পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here