চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধে ‘গুন্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ

0
চাঁদাবাজির দৌরাত্ম্য বন্ধে ‘গুন্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ

প্রেসনিউজ২৪ডটকমঃ সরকারি সেবা পেতে ঘুষ আদান-প্রদান এবং মাঠঘাটে চাঁদাবাজি বন্ধ করতে একটি স্বতন্ত্র ‘গুন্ডা প্রতিরোধ দল’ (অ্যান্টি গুন স্কোয়াড) গঠনের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের একটি টাস্কফোর্স। টাস্কফোর্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সেবা পেতে (অনলাইনে রেল টিকিট কেনা, পাসপোর্ট ইত্যাদি) অনেক সময় ঘুষ দিতে হয়।

এ ধরনের অনৈতিক লেনদেনের সমস্যা সরকারি সেবার বাইরে বেসরকারি খাতেও বিস্তৃত হয়েছে। যেমন বাজারঘাট, পরিবহন ও নির্মাণ খাত। এসব খাতে চাঁদাবাজি বন্ধে গুন্ডা, মাস্তান ও সন্ত্রাসীদের প্রতিরোধে দলটি কীভাবে কাজ করবে, তা-ও প্রতিবেদনে বলা হয়েছে। এই দল গঠনে সরকারি সংস্থার সদস্যদের দিয়ে কিংবা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীও নেয়া যেতে পারে বলে সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই স্কোয়াডকে কার্যকর করতে শিক্ষার্থী ও নাগরিক সংগঠনগুলোকে এর মনিটরিং ও তত্ত্বাবধানে কেন্দ্রীয় ভূমিকা রাখতে হবে। নিয়মিত পরিবর্তন ও সমন্বয়ের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে উদীয়মান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে পারে।

বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে গত সেপ্টেম্বরে এই টাস্কফোর্স গঠন করা হয়। ডিজিটাল ও এআই প্রযুক্তির সুবিধা গ্রহণ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সরকারি প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বৃদ্ধিকে কৌশলগত অগ্রাধিকারে আনতে হবে বলে মনে করছে টাস্কফোর্স। যেমন স্যাটেলাইট সেন্সিং প্রযুক্তির সহায়তায় আগাম সতর্কতা জারি করা গেলে– কৃষিকাজের উন্নতি হবে। এছাড়া, ডিজিটাল মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান করে প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়, উন্নত এসব প্রযুক্তিকে গ্রহণ করার মাধ্যমে আমরা বিভিন্ন খাতের মান, দক্ষতা ও প্রবেশাধিকার বাড়াতে পারি। যার সুফল সব জনগোষ্ঠীকে উপকৃত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here