বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

0
বিশ্ব ইজতেমায় শনিবার আরও এক মুসল্লির মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: এবারের ৫৮তম বিশ্ব ইজতেমায় শনিবার আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট পাঁচ মুসল্লির মৃত্যু হলো। মারা যাওয়া ওই মুসল্লি হলেন- হবিগঞ্জ জেলা সদরের রামনগর গ্রামের জজ মোহাম্মদের ছেলে রমিজ উদ্দিন (৫৫)।

এর আগে হবিগঞ্জের বাহুবল থানার রাঘবপুর গ্রামের মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০), খুলনার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০), ঠাকুরগাঁওয়ের মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও শেরপুরের শ্রীবরদী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লার ছেলে সাবেদ আলীসহ (৭০) চার মুসল্লি মারা যান।

জানা যায়, বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে ইজতেমা ময়দানে মারা যান রমিজ উদ্দিন। বিশ্ব ইজতেমায় দায়িত্বরত একাধিক সরকারি সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোট ৫ মুসল্লির মৃত্যু হলো। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here