প্রেসনিউজ২৪ডটকমঃ এবারও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানোর আওয়াজ আর ফানুস উড়িয়ে উদযাপিত হচ্ছে নতুন বছর ২০২৫। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২৫ সালকে স্বাগত জানায় ঢাকাবাসী। এসময় আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে রয়েছে পটকার শব্দ, তবে এবার সংখ্যায় ফানুস কম।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এমন কাজ কেউ করলে তাদের জেলা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
তবে নিষেধাজ্ঞা ও আইনের তোয়াক্কা না করেই আতশবাজি, পটকা ফোটানো আর ফানুশ ওড়ানোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের মানুষ।