রাজধানীর বনানী থেকে শাহরিয়ার কবির গ্রেপ্তার

0
রাজধানীর বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানী বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।এ তথ্যটি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার।

শাহরিয়ার কবিরকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, শাহরিয়ার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন। যেহেতু আমার থানা এলাকা থেকে আটক হয়েছে তাই বিষয়টা আমাকে নলেজে রাখতে বলেছেন। শাহরিয়ার কবির এখন কাদের হেফাজতে জানতে চাইলে ওসি রাসেল বলেন, তাকে ডিবি নিয়ে পুলিশ নিয়ে গেছেন। তাদের হেফাজতেই আছে।

বনানী থানায় করা এক হত্যা মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ উল্লেখ করে ওসি বলেন, তবে কোন হত্যা মামলায় গ্রেপ্তার সেটা বলতে পারছি না। উল্লেখ্য, গত ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম-মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ২৩ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

এ ছাড়া, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here