প্রেসনিউজ২৪ডটম: রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়।জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে রাঙামাটিতে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানি ধারণক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে। ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেলে (এমএসএল) পৌঁছলে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
জেলার বাঘাইছড়ি, লংগদু ও রাঙামাটি পৌর এলাকা প্লাবিত হচ্ছে। এতে মানবেতর দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ। কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে ছিল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সন্ধ্যায় কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেওয়া হয়।