আবারও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

0
আবারও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

প্রেসনিউজ২৪ডটকমঃ কোটাবিরোধী আন্দোলন ঘিরে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত কারফিউর কারণে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here