রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের গণমিছিল

0
রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের গণমিছিল

প্রেসনিউজ২৪ডটকমঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে গণমিছিল করছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ দিকে যাচ্ছে।

গণমিছিলে থাকা এক ব্যক্তি বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার প্রতি সমর্থন রেখে আজকের কর্মসূচিতে আমরা জড়ো হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় মিছিলে যোগ দেওয়া ছাত্র-জনতা ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ —ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় সায়েন্স ল্যাব বায়তুল মামুর মসজিদের নিচে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here