সর্দি,কাশি,জ্বরের টেলি-মেডিসিন পরামর্শ নিতে পারেন: ডাঃ এম এ হান্নানের।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ যারা সর্দি , কাশি , জ্বর এর সঠিক চিকিৎসা পাচ্ছেন না বা যাদের এলাকায় ডাক্তাররা সর্দি , কাশি , জ্বর এর রোগী বা অন্য কোন রোগ দেখছেন না আপনাদের যারা হোমিওপ্যাথিক চিকিৎসায় আস্থা রাখেন আগামীকাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল তাদের মোবাইলে /অনলাইনে ফ্রি পরামর্শ /প্রেসক্রিপশন দিব..। আপনার এলাকা থেকে ঔষধ কিনে নিবেন ।
যোগাযোগঃ- 01844178662।

বিঃদঃ যাদের কোভিড-১৯ এর লক্ষণ রযেছে তারাও পরামর্শ /প্রেসক্রিপশন নিতে পারবেন..তবে পাশাপাশি আপনারা সরকারি নির্দেশনা মেন চলবেন… |

ডাঃ এম এ হান্নান
এম এ ডি এইচ এম এস (বি এইচ বি) ঢাকা,
পি ডি টি (মেডিসিন হোমিও)
হোমিওপ্যাথিক কনসালটেন্ট

কোভিড-১৯ (COVID-19) প্রতিরোধে সাধারণ ও হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা

• হাত সাবান বা হ্যান্ড সেনিটাইজার দ্বারা নিয়মিত পরিষ্কার রাখুন
• অসুস্থ হলে বা ধুলোবালির পরিবেশে মাস্ক ব্যাবহার করুন ।
• অপরিষ্কার হাতে নাক ও মুখে হাত দিবেন না ।
• বাড়ির ব্যাবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখুন ।
• পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ।
•ভিটামিন সি জাতীয় খাবার –টক ফলমূল,সবজি খান ।
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সুষম খাবার খান ।
• গড়ম পানি বা রং চা এর সাথে মৌরি /রসুন/ হলুদ /গ্রীণ টি/ যষ্টিমধু/ আদা/ মধু মিশিয়ে পান করুন ।(নিম্নোক্ত)
• নিম্নোক্ত পাতা জাতীয় হার্ব গুলোর রস সেবন করতে পারেন ।
• ডাক্তারের পরামর্শ ব্যতিত কোন ধরণের অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকুন ।

নিম্নোক্ত হার্ব গুলোতে অ্যান্টি ভাইরাল উপাদান রয়েছে..এইগুলো আপনার শরীরে যে কোন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে .. কোভিড-১৯

(COVID-19) প্রতিরোধে এই হার্ব গুলোর মধ্যে যে গুলো সম্ভব বাসায় রাখুন এবং প্রতিদিন সেবন করুন…

Holy Basil তুলশী
Basil পুদিনা/ তুলশী
Fennel মৌরি
Garlic রসুন
Turmeric হলুদ
Olive leaf জলপাই পাতা
Green tea গ্রীণ টি
Peppermint পিপারমিন্ট/ মেন্থল
Rosemary রোজমেরি
Licorice যষ্টিমধু
Ginger আদা
Ginseng জিনসেং মূল
Sage(Salvia Officinalis) ভূই তুলসী
Dandelion(Taraxacum officinale) পিতাচুমকি মূল
Oregano (Origanum Vulgare) ওরেগানো
Pot Marigold(Calendula Officinalis) মেরিগোল্ড ফুল
Lemon balm(Mellisa Officinalis) লেমন বাম (মেলিসা অফিসিনালিস)
Purple Coneflower(Echinacea purpurea) Echinacea

• যে যে এলাকাতে আছেন সে এলাকাতে থাকুন এবং জরুরী প্রয়োজন ছাড়া অন্য এলাকা বা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ভিড় করবেন না । যত ভ্রমণ হবে ভাইরাসটি ছড়ানোর ঝুকি তত বেশি হবে ।

• আপনার যে কোন ধরণের অসুস্থতায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন .. ডাক্তারের পরামর্শ ব্যতিত কোন ধরণের অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকুন ।
• মসজিদে নামাজ পরিহারের কোন প্রয়োজন নেই, যেহেতু সবাই অযু করে নামাজ পড়তে আসেন …তবে অযু করার সময় হাত সাবান দিয়ে ধুয়ে নিন এবং নামাজের সময় মাস্ক ব্যবহার করুন …যারা অসুস্থ আছেন তারা বাসায় নামাজ পড়ুন ।

• হোমিওপ্যাথিক চিকিৎসা পূর্বের অনেক মহামারীতে প্রতিরোধক হিসেবে ব্যপক সফলতা দেখিয়েছে এই চিকিৎসাকে হোমিওপ্যাথিক প্রোফাইল্যক্সিস বলে …হোমিওপ্যথিক কনসেপ্ট ‘ জেনাস এপিডেমিকাস ’ অনুসারে মহামারী এলাকার অনেক গুলো কেস পর্যালোচনা করে সবগুলো কেস এর লক্ষণ একত্রিত করে সদৃশ হোমিওপ্যথিক ঔষধ নির্বাচন করতে হয় চিকিৎসাকে হোমিওপ্যাথিক প্রোফাইল্যক্সিস হিসেবে…কিন্তু সরাসরি কোভিড ১৯ এর কেস পর্যালোচনা করার সুযোগ না থাকায় এই মুহূর্তে নির্ভুল হোমিওপ্যাথিক প্রোফাইল্যক্টিক ঔষধ বলছি না…
তবে স্বাস্থ্য সংস্থাগুলোর বর্ণিত এই পর্যন্ত লক্ষণ অনুসারে নিম্নবর্ণিত হোমিওপ্যাথিক ঔষধের যেকোন একটি হোমিওপ্যাথিক প্রোফাইল্যক্টিক ঔষধ হিসেবে তিন দিন ১ বেলা করে খালিপেটে (ডিষ্টিল ওয়াটার সহ) সেবন করতে পারেন অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন..

Arsenic Album 30 (Ref-2)
Acid Sarcolactic 30 (Ref-4)
Camphor 1M (Ref-6)
Gelsemium 30 (Ref-3)
Bryonia alb 30 (Ref-3)
Oscillococcinum 200 (Ref-5)

বি.দ্রঃ হোমিওপ্যাথিতে ভ্যাক্সিনের মতো কাজ করে এমন ঔষধ নিয়ে গবেষণা চলছে..তবে এগুলো প্রথাগত ভ্যাক্সিন/প্রতিষেধক নয়… হোমিওপ্যাথিতে প্রথাগত ভ্যাক্সিনের মতো কোন ভ্যাক্সিন/ প্রতিষেধক নেই…তবে কার্যকরী প্রতিরোধক/ প্রোফাইল্যক্টিক ঔষধ আছে…

Refference:

1. WHO
2. AYUSH Ministry, Government of India
3. A joint statement on behalf of 4Homeopathy- the UK Homeopathic organisations listed below.
• Society of Homeopaths
• Alliance of Registered Homeopaths
• British Homeopathic Association
• British Association of Homoeopathic Manufacturers
• British Association of Homeopathic Veterinary Surgeons
• Faculty of Homeopathy
• Friends of the Royal London Hospital for Integrated Medicine
• Homeopathy Action Trust
• Homeopathic Course Providers Forum
• Homeopathy Research Institute
• March 4, 2020

4. Materia Medica by William Boericke
5. BOIRON Homoeopathic Manufacturer
6.Dr Rajan Sankaran India
7. Various websites

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here