নারীর অধিকার হরণ ও পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান : সম্মিলিত সাংস্কৃতিক জোটের

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি কতৃক নারী কর্মকর্তাদের দিয়ে “গার্ড অব অনার” না দেয়ার প্রস্তাব গ্রহণ করায় বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, গার্ড অব অনার কোনো ধর্মীয় বিষয় নয়- রাষ্ট্রের বিশেষ আনুষ্ঠানিক কর্মধারার অংশ মাত্র। আমাদের সংবিধানে নারী-পুরুষের সমানাধিকারের কথা উল্লেখ থাকা সত্বেও সংসদীয় কমিটির এ ধরনের বৈষম্যমূক বিভাজন গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে অবিলম্বে এ ধরনের আত্মঘাতী উদ্যোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে সংস্কৃতিচর্চাসহ সমাজের বিভিন্ন স্তরে নারীর ওপর জবরদস্তিমূলক পাশবিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here