পিপাসার যন্ত্রণা –আবু নাসির

0

পিপাসার যন্ত্রণা
–আবু নাসির

শিশির বিন্দু বিশাল সিন্ধু
আমার নিকট মরু চরে
বসত ঘর মোর মরুভূমি
জলাধারে বসত করে।
কি করে বুঝবে সেটা তুমি!
কোন বিপদে আছি আমি?
বৃষ্টির বারির পরশ পেয়ে
বাড়ছো তুমি প্রান ছড়িয়ে
নিচ্ছো নিশ্বাস প্রান ভরে
উর্ধাকাশের পানে চেয়ে
বৃষ্টি তোমার পিপাসা মেটায়
ঝরে না কভু আমার তরে মরু প্রান্তরে।
তোমার আছে পুস্প কানন
নিত্য তুমি গাঁথো মালা
আমার বুকে তপ্ত দহন
বোঝায় কষ্টে পোড়ার জ্বালা।
তবু আমার নাই হতাশা
নাই তো কোন আশা
জীবনটাকে ভোগ করবার
চাই না আমি সুখের আবাস
আপন নিবাস
অপার সুখে সুখী হওয়ার।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here