সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার সময় বাড়লো

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার সময় বাড়িয়ে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। লেখকদের বিশেষ অনুরোধে প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র নির্বাহী পরিচালক কলামিস্ট মোমিন মেহেদী এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান।

সাউন্ডবাংলার পক্ষ থেকে বলা হয়- নির্ধারিত সময়ের মধ্যে চারপাশে ঘটে চলা একের পর এক কষ্টময় চিত্রগুলোকে তুলে ধরুন নিজের লেখনিতে, পাঠিয়ে দিন সাউন্ডবাংলা করোনাকালের গল্প প্রতিযোগিতার জন্য- soundbangla.tv@gmail.com -এ।

নিয়মাবলী : লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, ফোন নাম্বার, মেইল এড্রেস ও ছবি সহ সর্বোচ্চ ১০০০ হাজার শব্দের গল্প পাঠাতে হবে। বিস্তারিত জানতে কল করুন- ০১৭১২৭৪০০১৫ নম্বরে। প্রথম পুরস্কার : ৫০০০ টাকা (৩ হাজার টাকার বই ও নগদ ২০০০); দ্বিতীয় পুরস্কার : ৩০০০ টাকা(২ হাজার টাকার বই ও নগদ ১০০০); তৃতীয় পুরস্কার : ২০০০ টাকা(১৫ শ টাকার বই ও নগদ ৫শ টাকা); বিশেষ পুরস্কার : এসবি টেল-এর সৌজন্য ১১ জন পাবেন ঘড়ি। এছাড়াও শ্রেষ্ঠ ১০০ টি গল্প নিয়ে প্রকাশিত হবে ‘করোনাকালের দুঃখগাঁথা’ শীর্ষক সম্পাদিত গ্রন্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here