কণ্ঠশিল্পী এন্ডু কিশোরের নামে আর্থিক সহায়তা চেয়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা!

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কণ্ঠশিল্পী এন্ডু কিশোরের জন্যে আর্থিক সহায়তা চেয়ে ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় এই শিল্পীকে সহায়তার কথা বলে তার নামে ডাচ-বাংলা ব্যাংকের রাজশাহী শাখায় অ্যাকাউন্ট খোলা হয়েছে।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে বেশ কয়েকটি ফেসবুক পোস্টে এন্ড্রু কিশোরের অসুস্থতা নিয়ে এবং তার জন্য আর্থিক সহায়তা চেয়ে (Andrew Kishor, Ac No: 13515170999 Dutch Bangla Bank, Rajshahi) নামে অ্যাকাউন্ট নম্বরটি দেখানো হচ্ছে। এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়া!

জনপ্রিয় এই সংগীতশিল্পী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ করে ফরিদ আহমেদ আরও জানান প্রবাসীরা শুধুমাত্র একটি ফান্ড খুলেছেন। এর বাইরে কোনো ফান্ড খোলা হয়নি।

পারিবারিক সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর এন্ডু কিশোরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত তাকে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। তাকে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here