দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী আর নেই

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা যান তিনি। সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী এই খবর নিশ্চিত করেছেন। ফাল্গুনী তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন,আমার বাবা নেই।

কিডনি ও হার্টের অসুখে ভুগতে থাকা সুবীর নন্দী গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টও দেওয়া হয়।

১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সেদিনই এই শিল্পীর চিকিৎসা শুরু হয়। কিন্তু হাসপাতালের এমআইসিউতে চিকিৎসাধীন সুবীর নন্দীর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। ঢাকায় সিএমএইচে থাকার সময় তার একবার হার্ট অ্যাটাক হয়। সিঙ্গাপুরে নেওয়ার পর তিনবার হার্ট অ্যাটাক হয় সুবীর নন্দীর। শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হার মেনে চলে যান বাংলা গানের নন্দিত এ শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here