দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে আটক করেছে : ডিবি

0
দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকারকে আটক করেছে : ডিবি

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here