শীত উপেক্ষা করে বাণিজ্য মেলায় আসছেন ক্রেতা-দর্শনার্থীরা

0
শীত উপেক্ষা করে বাণিজ্য মেলায় আসছেন ক্রেতা-দর্শনার্থীরা

প্রেসনিউজ২৪ডটকমঃ তীব্র শীত উপেক্ষা করে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীরা আসছেন।  বৃহস্পতিবার (২ জানুয়ারী) মেলার দ্বিতীয় দিন সকাল থেকেই শীত উপেক্ষা করেই অনেক ক্রেতা দর্শনার্থী আসতে শুরু করেছেন। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গন ঘুরে দেখা যায়, সকাল ১০ টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা।

স্টল ঘুরে দেখেন অনেকে আবার অনেকে কেনাকাটা করেছেন। তবে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। তাছাড়া আরও কিছুদিন পরে ক্রেতাদের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতা ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা। তবে মেলা জমে উঠতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ৭দিন। এখনও অনেক স্টলে সাজসজ্জা চলছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন।

জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন।

বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও। এছাড়া মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। সঙ্গে দেশের তরুণ সমাজকে রফতানি বাণিজ্যে উদ্বুদ্ধকরণে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here