প্রতিহিংসার রাজনীতি,সমাজ কিংবা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ধাবিত করে : ড: মোহাম্মদ জালাল উদ্দিন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ হিংসা আর প্রতিহিংসা আমাদের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত৷ কেউ কাউকে সহ্যই করতে পারে না ৷ রাজনীতিতে প্রতিহিংসার কোনো স্থান নেই ৷ রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না৷ এই কথাগুলো যাঁরা বলছেন, তাঁরা নিজস্ব স্বার্থ বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলেন ৷ আমাদের দেশের মানুষ গণতন্ত্রমনা এবং খুবই রাজনীতি সচেতন৷ তাই আমরা মনে হয় না কেউ প্রতিহিংসার রাজনীতি করে এগিয়ে যেতে পারবে৷

গণতন্ত্র গণতন্ত্রের মতো চলছে৷ আমাদের দেশে গণতন্ত্র কে ক্ষতিগ্রস্থ করেছে, কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে –সেটা আমরা জানি৷ আমরা দেখেছি, এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও কীভাবে গণতন্ত্রকে লাঞ্ছিত করা হয়েছে৷ আমরা এ-ও দেখেছি যে, গণতন্ত্রকে লাঞ্ছিত করার আর কী দৃষ্টান্ত থাকতে পারে?

 আমরা দেখি সর্বোচ্চ বাকস্বাধীনতা ভোগ করতে পারছে না বিরোধী দলের নেতৃবৃন্দ ৷ না ভোগ করছে সাধারণ মানুষও ৷ আমাদের ইন্টারনেট জগৎ তো পুরোটাই স্বাধীন৷ আমরা দেখছি, এই ইন্টারনেটে অনেকেই অনেক কিছু দিচ্ছে যার পুরোটা মিথ্যা৷ ফলে বাকস্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে আমার মনে হয় না৷ বরং বাকস্বাধীনতার কারণে বিভিন্ন ব্যক্তি যা বলছেন, তা হুবহু গণমাধ্যমে প্রচারিত হচ্ছে৷ বাকস্বাধীনতার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার যে একটা বড় পার্থক্য আছে, সেটা আমাদের বুঝতে হবে৷ যে কেউ কিছু একটা বললেই সেটা যাচাইবাছাই ছাড়া গণমাধ্যমে আসতে পারে না – এই জায়গায় বাংলাদেশে বড় ধরনের দুর্বলতা আছে৷

সেই কারণে অনেকে বাকস্বাধীনতার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতাকে এক করে ফেলছে ৷ বাকস্বাধীনতার নামে আজকে আমরা যা বলছি, সেটা কালকে বা আজকেই গণমাধ্যমে প্রচারিত হচ্ছে ৷ আমাদের বুঝতে হবে বাকস্বাধীনতার নামে সংবিধান আমাদের যেটা দিয়েছে, সেটা আমরা ভোগ করতে পারি ৷ কিন্তু সেটা গণমাধ্যমে আসতে হলে গণমাধ্যমের স্বাধীনতার যে শর্তাবলী আছে, সেটাও অনুসরণ করতে হবে ৷ তারপর গণমাধ্যম সেটা প্রচার বা সম্প্রচার করবে৷ বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা কখনোই এক জায়গায় থাকতে পারে না৷

 প্রতিহিংসা কেন হয়? যখন কোনো মানুষ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো একটি বিষয় দেখে বা কোনো রাজনৈতিক সংগঠন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে৷ বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করবে, তাদের মধ্যে প্রতিহিংসার কোনো স্থান থাকতে পারে না৷ আমাদের যেখানে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে রাজনীতি করা প্রয়োজন, সেখানে অনেক রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এগোতে চায় ৷ আমি মনে করি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ তাহলে কারো মধ্যে কোনো ধরনের কলুষতা থাকবে না, থাকতে পারে না৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here