মানবাধিকার লঙ্ঘণের রাজনীতি থামান : মোমিন মেহেদী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশ ও মানুষকে বাঁচাতে তরুণদেরকে এগিয়ে আসার আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে মানবাধিকার লঙ্ঘণের রাজনীতি থামান, তা না হলে আগামীতে যে দুঃসময় আমাদের রাজনীতি-অর্থনীতিতে আসবে তার দায় কেউ এড়াতে পারবে না।

৩০ জানুয়ারি বিকেল ৪ টায় রাজধানীর হোটেল মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ-মানুষের রাজনীতি ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুনধারার রাজনীতি জনগনের অর্থায়নে চলবে। বাংলাদেশের মানচিত্র ও মানুষকে বাঁচাবার জন্য নিবেদিত থেকে কাজ করছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক অধিকার রক্ষার একমাত্র প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি।

তাদের ধারা অব্যহত রাখতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বাদল চৌধুরী রিপন, সদস্য বিনয় দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here