নাঃগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত-৫

0
নাঃগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত-৫

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পূর্ব রসুলবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৭ মে) সকালে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বসতঘর বিদ্যুতায়িত হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাড়ে তিন বছরের শিশু হাসান, দশ বছরের শিশু সুমাইয়া ও গৃহবধূ রুবিনা। তারা সকলেই রসুলবাগের জাহাঙ্গীর ও প্রবাসী শাহিনের বাড়ীর ভাড়াটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝড়ের সময় প্রবল বাতাসে এলাকার বিদ্যুতের সঞ্চালন সংযোগের তার ছিঁড়ে দুইটি টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়। এ সময় বাড়ির বাসিন্দারা ঘর থেকে বের হতে গিয়ে কেউ দরজায়, কেউ বাড়ির টিনে স্পর্শ করে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও পাঁচজন।

পরে নিকটস্থ ডিপিডিসির ডেমরা বিভাগের বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে বিদ্যুৎ সংযোগ মেরামত করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নিহতদের মধ্যে দুই শিশুর লাশ বয়স বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের অনুরোধে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গৃহবধূ রুবিনার লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

এলাকাবাসীরা জানায়, ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমাটি ঠিক ওই বাড়ির কোল ঘেঁষে। প্রায়ই দুর্ঘটনা ঘটতো। এলাকাবাসী ডেমরা বিদ্যুত অফিসকে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমারটি ঠিক করার জন্য একাধিকবার অনুরোধ জানালেও তারা ঠিক না করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু দুটির পিতার নাম রবিউল। তিনি পেশায় একজন রাজ মিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীর পাঁচ ময়না গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here