সিদ্ধিরগঞ্জে করোনা প্রতিরোধে ছাত্রদলের পক্ষ থেকে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্র্রে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশে ক্রমশ বিস্তৃত হওয়া করোনা মহামারির এ মহাসংকট সকলে মিলেই মোকাবেলা করতে হবে। এ ভাইরাস প্রতিরোধ করতে সম্ভব হবো,তবে অন্তত ১৫ দিন নিজ নিজ ঘরে পরিবার নিয়ে বাড়িতে আবদ্ধ থেকে সহজেই এ ভাইরাসের মোকাবেলা করা যায়।

করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবু সহ ছাত্রদলের নেতাকর্মীরা করোনা ভাইরাস প্রতিরোধে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের পাড়ামহল্লায় জীবাণুনাশক স্প্র্রে করেছেন।

বিশেষ করে যে সব জায়গায় লোক সমাগম বেশি সেইসব জায়গায় এই জীবাণুনাশক ছিটানো হয়েছে। শুক্রবার  (৩ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ২নং ওয়ার্ডের এর আশেপাশে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্র্রে করে দিন ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ২নংওয়ার্ডের অলি-গলিতে,মসজিদ,দোকানপাট ও পরিবহণে জীবাণুনাশক স্প্রে করাসহ করোনাভাইরাসের আক্রমণ থেকে নিম্নবিত্ত শ্রমজীবী মানুষকে রক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডারসহ অন্যান্য পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here