প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেছেন, অনেকই চাঁদাবাজি, ভূমিসদ্যতা, মানুষের বাড়ি-ঘরে লুটপাট, বিভিন্নভাবে হয়রানী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবাবস্থা গ্রহণ করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবাইকে আনুরোধ জানান তিনি। তথ্যদাতার নাম গোপন রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন ওসি আব্দুল বারিক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র ভিত্তিক আইনশৃঙ্খলা রক্ষার্থে নাসিক ৩ নং ওয়ার্ড বিটপুলিশের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪ টায় সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জনসাধরণকে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব মো. সোহেল রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহাবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ম হোসেন, সাবেক সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক শহিদুল, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আপারেশন মো. ফারুক হোসেন, উপ-পরিদর্শক রঞ্জন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি, বিএনপি নেতা ডা. মান্নান, সাদু, হাজী রিয়াজ উদ্দিন, সামাদখান, কুষকদল নেতা শেখ মোহাম্মদ শিপু, নুরুল
ইসলাম আপন, জাহিদুল হক জাবেদ, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, রিপন, ইসমাইল, ফারুক, ফারহান আহমেদ রুবেল, দিপু, আব্দুল জলিল, নাজমুল, আজহার ও যুবদল নেতা মাইন উদ্দিন প্রমুখ।





