সিদ্ধিরগঞ্জের ফুটপাতে চাঁদাবাজি প্রতিরোধে সাদরিলের লিফলেট বিতরণ

0
সিদ্ধিরগঞ্জের ফুটপাতে চাঁদাবাজি প্রতিরোধে সাদরিলের লিফলেট বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গোলাম মুহাম্মদ সাদরিল। তিনি বলেছেন, কোনো চাঁদাবাজকে চাঁদা দেওয়া যাবে না, এমনকি কেউ বিএনপির নামে চাঁদা চাইলে তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে ফুটপাত ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি প্রতিরোধে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।সাদরিল বলেন আমাদের কর্মসূচি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ।

কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে আমরা শিমরাইল মোড়ের প্রতিটি দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছি। তিনি আরও বলেন, “যদি কেউ বিএনপি অথবা আমার পরিবারের নামে কোনো দোকান, ফুটপাত বা যেকোনো জায়গা থেকে চাঁদা দাবি করে, তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেবেন। যদি আপনারা না পারেন, তাহলে তাকে বেঁধে রেখে আমাদের খবর দেবেন, আমরাই ব্যবস্থা নেব।

আমি আমার নম্বরসহ ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি, কোনো ভয় না পেয়ে সরাসরি সবকিছু আমাকে জানাবেন। সাদরিল বলেন, বিএনপিতে চাঁদাবাজদের কোনো স্থান নেই। যারা চাঁদা তোলে, তারা বিএনপির কেউ নয়, বরং তারা ‘ফ্যাসিস্টদের দোসর’। তিনি বলেন, “আপনি বিএনপি করেন ভালো কথা, তাই বলে আপনাকে কেউ চাঁদাবাজির লাইসেন্স দেয়নি। বিএনপির নাম বিক্রি করে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তার সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here