সিদ্ধিরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

0
সিদ্ধিরগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ

প্রেসনিউজ২৪ডটকমঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উদ্যোগে “গ্রিণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার (২৯ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল অংশে ডি.এন.ডি লেক পাড় এবং মিজমিজি এলাকায় লেকের দুই পাড়জুড়ে ৩০০ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের প্রায় আটশো মিটার অংশজুড়ে গাছ রোপণের পাশাপাশি জেলার ৩০ জন ভিডিপি সদস্যদের মধ্যে ৩০টি নিম ও অর্জুন গাছ বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তার সভাপতিত্বে এ আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃক্ষরোপণ কর্মসূচিকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণে অবদান রাখবে না, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিবে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে একটি সফল ও অংশগ্রহণমূলক উদ্যোগে পরিণত করেছে।

এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ,পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।এসময় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here