সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

0
সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। গত বৃহস্পতিবার (৯ মে) রাতে চিটাগাং রোডের দশতলা এলাকায় মোস্তফা ফার্নিচারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ থানার ভল্লপুর গ্রামের মো. চারু মিয়ার ছেলে মো. জিলানী (২৫), ও একই থানার মো. আক্তার হোসেনের ছেলে মো. হৃদয় (২০)।

র‌্যাব জানায়, র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্সে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো ছিল। গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে নিয়মিত মাদক পরিবহন করতো এবং নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো।

আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here