সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের তিন জন গ্রেপ্তার

0
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের তিন জন গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একই পরিবারের পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী মোছা. নাজমা বেগম (৩৮), লিটন মিয়ার ছেলে মো. নাহিদ আলম (২২)।

বৃহস্পতিবার (২০ মার্চ) র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ গ্রামের অবস্থান পরিবর্তন করে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে আত্মগোপনে ছিলেন তারা।

বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here