সিদ্ধিরগঞ্জে ছুটির ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

0
সিদ্ধিরগঞ্জে ছুটির ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন শতভাগ ভাতা পরিশোধের দাবিতে পিএম নিট টেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে কারখানার ভেতরে শুরু হওয়া আন্দোলন বিকেল সাড়ে তিনটার দিকে সড়ক অবরোধে রূপ নেয়। পরে মালিকপক্ষ আশ্বাসে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে চলে যায়। প্রতিষ্ঠানটির প্রায় ১,৩০০ শ্রমিক বার্ষিক অর্জিত ১৮ দিনের ছুটির ভাতা পাওয়ার কথা থাকলেও মালিকপক্ষ কেবল ৮ দিনের টাকা পরিশোধ করে।

অবশিষ্ট ১০ দিনের ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। মালিকপক্ষ প্রথমে ৫০ শতাংশ পরিশোধের সিদ্ধান্ত নিলেও তাতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ১১টায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। দাবি উপেক্ষিত থাকায় বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা চাষাড়া-আদমজী পুরাতন সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন। এ সময় স্লোগান দিয়ে বিক্ষোভ চালিয়ে যান এবং কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে হেনস্তার অভিযোগ ওঠে। পরে শিল্প পুলিশ, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ও বিকেএমইএ’র সমন্বয়ে মালিকপক্ষের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক সেলিম বাদশা জানান, শ্রমিকদের ছুটির ভাতা পরিশোধে অসঙ্গতি থাকায় অসন্তোষ তৈরি হয়েছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে আন্দোলন করা হয় এবং শেষ পর্যন্ত মালিকপক্ষ দাবি মেনে নিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পর বিকেল সোয়া চারটায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here