অশ্লীল গানের আসর বন্ধ করে প্রশংসিত ওসি শাহীনুর আলম – মাদক ব্যবসা বন্ধের জোর দাবি

0
অশ্লীল গানের আসর বন্ধ করে প্রশংসিত ওসি শাহীনুর আলম – মাদক ব্যবসা বন্ধের জোর দাবি

প্রেসনিউজ২৪ডটকমঃ  সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, জালকুড়ি ও শিমরাইল মোড়সহ বিভিন্ন স্থানে রাত হলেই বাউলগানের নামে আশ্লীলতা বন্ধ করে প্রশংসায় ভাসছেন ওসি মোহাম্মদ শাহীনুর আলম। এছাড়াও তিনি ছিনতাই প্রধিরোধ ও
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জে বিভিন্ন বাউল সমিতির ব্যানারে রাতে গানের আসর জমাতেন একশ্রেণির অর্থলোভী মহল। এসব গানের আসরে চলতো আসামাজিক কার্যকলাপ। গানের আড়ালে দেহ ও মাদক ব্যবসা চালাতেনআয়োজকরা। তাদের এসব আশ্লীল কর্মকাণ্ডে এলাকার ধর্মপ্রাণ মানুষ খুবই ক্ষুব্ধ ছিলেন। জালকুড়ি এলাকায় একটি গানের আসর থেকে এক নারীকে নিয়ে ফুর্তি করার কথা বলে খুন করা হয়েছিল।

এসব গানের আসড়ের আড়ালে দেহব্যবসায়ীদের খপ্পরে পড়ে বহু মানুষ ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছিল। তাছাড়া গানের আসরের আশপাশে ঘটতো ছিনতাই ডাকাতির ঘটনা। ওসি শাহীনুর আলম সিদ্ধিরগঞ্জ থানায় যুগদান করার পর বন্ধ করে দেন সব গানের আসর। ফলে তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

সিদ্ধিরগঞ্জবাসীর দাবি, অশ্লীল গানের আসরের মত মাদক ব্যবসার জোরালো উদ্যোগ নিবেন ওসি শাহীনুর আলম। মাদক ব্যবসা বন্ধ করতে পারলে চুরি ছিনতাই কমে আসবে বলেও মনে করছেন বিজ্ঞমহল। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সঠিকভাবে আমার দায়ীত্ব পালন করে যাব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য যে ধরণের প্রদক্ষেপ গ্রহণ করা দরকার আমি তাই করবো। তবে পুলিশের পক্ষে একা সকল অপরাধ নির্মুল করা সম্ভব নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিসহ সকলের সহযোগিতা খুবই প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলা সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here