প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের ২ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে থানা বিএনপির
সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের লোকজন। রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বের একটি মারামারির ঘটনার জের ধরে তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ সহকর্মীদের। সোমবার(৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রসুলবাগ গলাকাটাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা একটি মারামারি মামলার আসামি হওয়ায় পুলিশ হেফাজতে তাদের প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন, ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত রাকিব ও পারভেজ। তাদের মধ্যে রাকিব ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও পারভেজ সাংগঠনিক পদপ্রত্যাশী বলে জানা গেছে। আহত ইয়াছির আরাফাত রাকিবের পিতা গিয়াসউদ্দিন বলেন, আমার ছেলে রাকিব তার সহকর্র্মী পারভেজসহ তিনজন দুপুর আড়াইটার দিকে গলাকাটাপুল এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিল।
এমন সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও তার ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির নেতৃত্বে অর্ধশতাধিক লোক তাদের উপর আকস্মিক হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা বন্ধুরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আমার ছেলে রাকিব তার আরেক বন্ধু পারভেজকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাদেরকে নিয়ে আসে বাঘমারা এলাকায়।
তাদের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় আকবর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিয়ে ষড়যন্ত্রমূলভাবে দায়ের করা একটি চুরি ছিনতাই মামলার আসামি হিসেবে পুলিশের হাতেতুলে দেয়। পরে পুলিশ তাদের চিকিৎসার জন্য প্রথমে প্রো-অ্যাকটিভ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা পুলিশ তা স্পস্ট করেন নি।দলীয় একটি সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারি রসুলবাগ এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান অতিথি করে ইয়াছির আরাফাত রাকিবের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিল ছাত্রদল নেতাকর্মীরা।
সে অনুষ্ঠানে রাকিব নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও পরভেজ সাংগঠনিক সম্পাদক প্রদপ্রত্যাশার ঘোষণা দিয়েছিলেন। তাই রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বের মারামারির জের ধরে আকবরের ছেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রনি পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে, এমন ধারনাও করছেন ছাত্রদলের একটি অংশ। এ বিষয়ে জানতে বিএনপি নেতা আকবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ট এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১ নভেম্বর রাতে রসুলবাগ এলাকায় আকবর হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছিল।
এ ঘটনায় আকবরের ভাতিজা কাজী শাকিল বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান করে৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। ইয়াছির আরাফাত রাকিব ওই মামলার ১৯ নম্বর আসামি। তার কিছু দিন পর আকবরের ভাগিনা সোহেল বাদী হয়ে আরেকটি চুরি ছিনতাই মামলা করেন। রাকিব ওই মামলার ২ নম্বর আসামি।ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর বলেন, আহতরা মামলার আসামি কিনা তা বড় বিষয় নয়। তাদের অবস্থা গুরুতর।
তাই চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিরাপত্তা জনিত কারণে আহতদের সাথে পুলিশ সদস্য রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, আগে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মামলার বিষয়টি পরে খতিয়ে দেখা হবে।