সিদ্ধিরগঞ্জে বাজারে ভয়াবহ আগুন, ১০ দোকান ভস্মীভূত

0
সিদ্ধিরগঞ্জে বাজারে ভয়াবহ আগুন, ১০ দোকান ভস্মীভূত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্প সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ১০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির পাশাপাশি পুনরায় ব্যবসা শুরু করার অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন,আগুনে দোকানগুলোর প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হলেও, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল আলম জানান, অগ্নিকান্ডের ঘটনায় ফলের দোকান, চা দোকান, মুদি দোকান ও মাংসের দোকানসহ ৮-১০টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় মামলা হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here