জেলা বিএনপির কমিটি বিলুপ্ত সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

0
জেলা বিএনপির কমিটি বিলুপ্ত সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ

প্রেসনিউজ২৪ডটকমঃ  সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় আনন্দ মিছিল ও মিষ্টি
বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রিপন সরকার। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ধকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নাসিক ৩ নং ওয়ার্ডের চিটাগাং রোড এলাকায় রিপন সরকারের নেতৃত্বে স্বেচ্ছাসবদলের নেতাকর্মীরা মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

পাশাপাশি ত্যাগী ও যোগ্য নেতাদের নিয়ে জেলা কমিটি গঠন করে দলকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা জানান, নারায়ণগঞ্জ জেলা বিষয়ক তদন্ত কমিটির সুপারিসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর লুটপাট, চাঁদাবাজি, মার্কেট,শিল্প কারখানা,ব্যবসা প্রতিষ্ঠান দখল ও জুলাই-আগস্ট হত্যা কাণ্ডের ঘটনাকে পুঁজি করে মামলা বাণিজ্য করে গিয়াস উদ্দিন ও তার অনুসারীরা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। এসব মামলায় অনেক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের  করেছে আসামি।

এতে চরম ক্ষোভ সৃষ্টি হয় দলীয় নেতাকর্মীদের মধ্যে। তাদের এসব অন্যায় অপকর্ম দলের হাইকমাণ্ডকে জানানো হয়। তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পেয়েছে হাইকমাণ্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here