সিদ্ধিরগঞ্জে যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার অন্যরা অধরা

0
সিদ্ধিরগঞ্জে যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার অন্যরা অধরা

প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি লিটন মোল্লা গ্রেপ্তার হলেও অন্যরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাদী। দ্রুত
আসামিদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গত ১৭ ডিসেম্বর বিকেলে মিতালি মার্কেটের ৪ নম্বর ভবনে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা সমিতির অফিস ভাংচুর ও নগদ ১ লাখ ৭ হাজার টাকা লুট এবং ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পিটিয়ে আহত করেন ১০ জনকে। এঘটনায় মিতালি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেক ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে গত বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। একই দিন মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লিটন মোল্লা( ৩৬) ফতুল্লা থানার শান্তিধারা এলাকার বাসিন্দা।

মামলার অন্য আসামিরা হলেন,দিন ইসলাম (৩৬), জামান (৫৫), রায়হান (৩২), জয়নাল (৩৫), মঈন উদ্দিন (৩৪),মাঈন উদ্দিন, হাসান (৩০), রবিউল (৩২), রহিম (৩৫) ও রনি (৩০)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। এতে মাথার সামনের বাম পাশে গভীর ক্ষত ও গুরুতর জখম হয়। এছাড়াও জাফর ইকবাল বকুল(৫০) নামে একজনকে পিঠের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

হামলায় আহত হয় মনিরুল ইসলাম খোকন(৩৫), ইমরান মিয়াজী (৩৮), ইয়াছিন (৫২), রাজু(৪০) ও সাজু (৩৮)। এদিকে মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করলেও অন্য আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তারা সঙ্গবদ্ধ হয়ে আবার মার্কেটের ব্যবসায়ীদের উপর হামলা করতে পারে বলে আসঙ্কা করছেন বাদী ও ব্যবসায়ীরা। ফলে বাদী ও মার্কেটের সাধরণ ব্যবসায়ীরা আতঙ্ক বোধ করছেন।

তাই আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মাহতাব বলেন, মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here