নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

0
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিনামূল্যে নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ‘হার পাওয়ার (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন)’ প্রকল্পের মাধ্যমে ০৫ (পাঁচ) মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০টি ব্যাচে মোট ২১০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন পরিচালিত প্রশিক্ষণের কোর্স সমূহ হচ্ছে- (১) আইটি সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এর ৪টি ব্যাচে মোট ৮০ জন (২) গ্রাফিক ডিজাইন (জিডি) এর ২টি ব্যাচে মোট ৪০ জন। (৩) ওয়েভ ডেভেলপমেন্ট (ডব্লিওডি) এর ১টি ব্যাচে মোট ২০ জন। (৪) ডিজিটাল মার্কেটিং (ডিএম)Digital এর ১টি ব্যাচে মোট ২০ জন।  (৫) ওমেন ই-কমার্স প্রোপেশনাল (ডব্লিওইডি) এর ১টি ব্যাচে মোট ২৫ জন। (৬) ওমেন কল সেন্টার এজেন্ট (ডব্লিওসিসিএ)এর ১টি ব্যাচে মোট ২৫ জন।

উপরোক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী নারীদের বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করতে হবে: http://herpower.gov.bd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here